লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে শেষ রাতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪:৩০ মিনিটে উপজেলার রায়পুর টু পানপাড়া সড়কে ৬ নং কেরোয়া ইউনিয়ের নয়ারহাট বাজারের ২০০ গজ পূর্বে অটো রিকশা গতি রোদ করে, দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও ভয় দেখিয়ে টাকা ও সাথে থাকা মালামাল লুট করে নিয়ে যায় একটি চক্র।
জানা যায়, উপজেলার রায়পুর টু পানপাড়া সড়ক, চরপাতা সড়ক সহ বেশকয়েকটি সড়কে অনেক বছর ধরে ছিনতাইয়ের আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে গাড়িচালক, যাত্রী ও পথচারীদের। এসব সড়কে গভীর রাতে ছিনতাই, ডাকাতি সহ অপরাধমূলক কর্মকাণ্ড বেশি হয়। আতঙ্ক থাকলেও এসব সড়কে পুলিশি টহল থাকে না বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।
ভুক্তভোগী মো: আরমান হোসেন ও লাখি আক্তার বলেন, আমরা ঢাকা এসে রায়পুর নেমে বাড়ি যাওয়ার জন্য একটি রিকশা হয়ে বাড়ি যাওয়ার পথে ২০ সেপ্টেম্বর শেষ রাতে ভোর ৪: ৩০ মিনিটে রায়পুর সরকারি কলেজের মোড় থেকে মটোরসাইকেল যোগে একদল ছিন্তাইকারী তাদের টার্গেট করে পরবর্তীতে উপজোর নয়ারহাট বাজারের ২০০ গজ পূর্বে তাদের রিকশা থামিয়ে মুখোশ পরা ৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের আঘাত করে ও ভয় দেখিয়ে তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও সাথে থাকা মালামাল নিয়ে যায়।
জানা যায়, এর আগেও এই সড়কে একাধিকবার ডাকাতি ও ছিনতাই হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সামসুল আরেফিন বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।