নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওয়ান শুটারগান ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জের মৃত সুরুজ মিয়ার ছেলে শহিদ উল্যাহ শহিদ, মৃত আবদুল ছাত্তারের ছেলে খোরশেদ আলম মোরশেদ ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
তশহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. সেকান্দার সাঈম অভিযান চালিয়ে প্রথমে আসামি শহিদ উল্যাহকে একটি কার্তুজসহ দূর্গাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে শহিদ জানান, পলাতক জাবেদ ও আসামি খোরশেদ আলমের কাছে আরো অস্ত্র আছে।
পরে হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে অভিযান চালিয়ে খোরশেদ ও তার সঙ্গে থাকা আসামি আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় আশিকের শয়নকক্ষ থেকে আরো একটি কার্তুজ ও একটি এলজি (ওয়ান শুটার) উদ্ধার করে ডিবি।
তিনি আরো জানান, তারা এই অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে।