1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
রায়পুর-পানপাড়া সড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই | সময়ের নুর ডট কম রামগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা | সময়ের নুর ডট কম বেগমগঞ্জ গুলি, ওয়ান শুটারগানসহ গ্রেফতার-৩ | সময়ের নুর ডট কম রামগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু, তিনজন গ্রেপ্তার করে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে রিকশাচালককে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে দুলাভাইকে বাঁচাতে গিয়ে শ্যালকও মারা গেলেন | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে পুলিশের পৃথক দু’টি মামলায় বি এন পির ৯ নেতাকর্মী কারাগারে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর বাজারে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ | সময়ের নুর ডট কম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশে দুর্নীতি কমে যাবে: দুদক ডিজি | সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ | সময়ের নুর ডট কম

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে পুলিশের করা দুই মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কারাবন্দি বিএনপির ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

এসময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ জানায় নেতাকর্মীরা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের ব্যানারে শহর ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন গোহাটা এলাকায় গিয়ে শেষ হয়। এসময় ফরমায়েশি আদেশে নেতাকর্মীদের কারাবন্দি করা হয়েছে এবং সরকারি বিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র নেতারা।

মিছিলে জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ভিপি বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল খালেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল আজিজ মিশু, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন আকবর ও জেল কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ১৮ জুলাই ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক দল নেতা মো. সজিবকে কুপিয়ে হত্যা করেছে। এখনো কোনো আসামি ধরতে পারেনি পুলিশ।

একইদিন পুলিশ আমাদের ওপর নির্বিচারে গুলি করেছে। আমাদের ছয়জন নেতাকর্মীর চোখ নষ্ট হয়ে গেছে। এরপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীদের বিনা কারণে কারাবন্দি করা হয়েছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই। তা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই বিএনপি পদযাত্রা কর্মসূচি চলাকালীন দায়িত্ব পালন কাজে বাধা, পিটিয়ে আহত, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ হাজার জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলাতেই বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়। ১০ সেপ্টেম্বর আদালতে জামিন শুনানি থাকলেও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খাঁয়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু আদালতে উপস্থিত হননি। এতে আদালত তাদের তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১০ ও ১১ সেপ্টেম্বর একই মামলায় জামিন নামঞ্জুর করে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ২৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ মামলায় বিএনপি নেতা হাছিবুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews