লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই চাচাকে হত্যার উদ্দেশে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক করার অভিযোগ ভাই হোসেন আহাম্মদ (৭০) এবং তার দুই ছেলে ফারুক হোসেন (৩০) ও রিপন (২২) এর বিরুদ্ধে।
সূত্রে জানা যায় , পৈতৃক জমির একটি অংশে স্থাপনা নির্মাণের জন্য মাটি ভরাট করা শুরু করেন হোসেন আহাম্মদ । সীমানা নিয়ে বিরোধ থাকা বৃহস্পতিবার সকালে এতে বাধা দেন ছোট ভাই রহিম হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় হোসেন আহাম্মদ এর উপস্থিতিতে তার দুই ছেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে । এক পর্যায়ে ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্য আবুল কালাম ( কালা ) এবং আব্দুর রহিম কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন ফারুক হোসেন ও রিপন হোসেন দুই ভাই ও অন্যরা। এতে গুরুতর আহত হন আবুল কালাম ও আব্দুল রহিম। আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফারেন্স করেন।
আহত আবুল কালাম এর প্রবাসী ছেলে ফরহাদ হোসেন বলেন , আমার বাবা কে হত্যার উদ্দেশে হামলা করেছে আমি এর বিচার চাই । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয়রা জানান , জমিটি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও তাঁদের নিজেদের মধ্যে কয়েকবার বিবাদ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন আহমদ তার দুই ছেলে ফারুক হোসেন ও রিপন হোসেন কে সাথে নিয়ে সন্ধ্যায় বৈশের হাটখোলা নামক স্থানে দোকানে সামনে দেশি অস্ত্র নিয়ে আবুল কালাম ও রহিম হোসেন এর উপর হামলা করে । এতে চু’রির আঘাতে আবুল কালাম ও রহিম হোসেন র’ক্তা’ক্ত হয়েছে।
ঘটনার পর হোসেন আহাম্মদ ও তার দুই ছেলে ফারুক হোসেন ও রিপন হোসেনদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। স্বজনেরা জানিয়েছেন, ঘটনার পর থেকে তাঁরা পলাতক। রিপন হোসেনের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে ব্যস্ত আছি বলে কল কেটে দেয়।