মোঃ আরিফ হোসেন (লক্ষীপুর প্রতিনিধি) :
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার পারভিন আক্তারের বিরুদ্ধে লামচর চৌধুরী বাড়ি থেকে সিংগের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের নামে ১১টন কাবিখা প্রকল্পের চাল আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সুত্রে জানায়,উপজেলার লামচর ইউপির লামচর গ্রামের চৌধুরী বাড়ি থেকে সিংগের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কার করতে ২০২২-২৩ অর্থবছরের স্থানীয এমপি ১১টন কাবিখা চাল বরাদ্ধ দেয়। ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার পারবিন আক্তারকে সভাপতি করে প্রকল্প জমা দিয়ে কোন কাজ না করেই আত্মসাত করে। ১৮এপ্রিল-২০২৩ পিআইও অফিস থেকে সরেজমিনে তদন্ত করে কাজ না করায় প্রকল্পের সভাপতি পারবিন মেম্বারকে শোকজ করে। কিন্তু অদৃশ্য ব্যক্তির ইন্দনে মেম্বার শোকজের কোন জবাব না দিয়ে কাজ করবে বলে সমপেক্ষপন করতে থাকে। গ্রামবাসী আবুল হাসেম,রহমত উল্যাহসহ কয়েকজন রোববার সকালে সাংবাদিকদের জানান, পিআইও অফিস থেকে ইঞ্জিনিয়ার আসার পরে জানতে পারি এখানে ১১টন চাল বরাদ্ধ হয়েছে। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মেম্বার বলেন, লামচর ইউপি চেয়ারম্যানের নিদের্শে আমি পিআইও অফিসে নিয়ে অনেকগুলো কাগজে স্বাক্ষর করেছি। কি কাগজে স্বাক্ষর নিয়েছে জানি না, তবে লামচর ইউপি আ‘লীগের সভাপতি আবুল খায়ের ভুইয়া ও সাধারন সম্পাদক মনিরুল হক টুনা আমাকে স্বাক্ষর করার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে। মহিলা মেম্বারের স্বামী সাইফুল ইসলাম বলেন, আমার স্ত্রী সহজ-সরল হওয়ার সুযোগে ইউপি চেয়াম্যান,আ‘লীগের সভাপতি ও সাধারন সম্পাদক যোগসাজসে প্রকল্পের চাল আত্মসাতের করেছে। ইউপি আ‘লেিগর সভাপতি আবুল খায়ের ভুইয়া বলেন, শ্রমিক সংকটের কারনে কাজটি করা সম্ভাব হয়নি। আপনারা ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেন। ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান বলেন, প্রকল্পের কাজ না হওয়ার বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস অবগত রয়েছে,আগামী এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম বলেন, বিষয়টি জেনে আইনানুক ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।