1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
রায়পুর-পানপাড়া সড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই | সময়ের নুর ডট কম রামগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা | সময়ের নুর ডট কম বেগমগঞ্জ গুলি, ওয়ান শুটারগানসহ গ্রেফতার-৩ | সময়ের নুর ডট কম রামগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু, তিনজন গ্রেপ্তার করে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে রিকশাচালককে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে দুলাভাইকে বাঁচাতে গিয়ে শ্যালকও মারা গেলেন | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে পুলিশের পৃথক দু’টি মামলায় বি এন পির ৯ নেতাকর্মী কারাগারে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর বাজারে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ | সময়ের নুর ডট কম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশে দুর্নীতি কমে যাবে: দুদক ডিজি | সময়ের নুর ডট কম

উচ্চ আদালতের নির্দেশ অমান্য, ইউপি সদস্যসহ ৭ জন কারাগারে | সময়ের নুর ডট কম

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৭ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় ওমর ফারুক মুন্সি নামে এক ইউপি সদস্যসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক তারেক আজিজ এ রায় দেন।

আদালতের নাজির ইয়াছিন আরাফাত জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছেন। জামিনের সঙ্গে তাদের লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।

কিন্তু তারা নির্দিষ্ট তারিখে আত্মসমর্পণ করেননি। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য ও তথ্য গোপন রাখায় তাদের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সাত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে

গ্রেফতার ফারুক কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও মধ্য চরমার্টিন গ্রামের ছিদ্দিক উল্যাহ মুন্সির ছেলে।

অন্যরা হলেন- মধ্য চরমার্টিন গ্রামের বাবুল মুন্সি, জিসান, মো. তারেক, আনোয়ার হোসেন, রাজু আহমেদ ও সোহরাব হোসেন।

আদালত সূত্র জানায়, তাহমিনা আক্তার নামে এক নারী চাঁদাবাজি-ছিনতাই ও মারধরের ঘটনায় ফারুকসহ সাতজনের বিরুদ্ধে ১ মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আদালতে একটি মামলা করেন।

তাহমিনা চরমার্টিন ইউনিয়নের মধ্য চরমার্টিন গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। আদালত মামলাটি আমলে নিয়ে কমলনগর থানাকে এফআইআর দাখিলের জন্য নির্দেশ দেন।

একইদিন নির্দেশনা পেয়ে কমলনগর থানা এফআইআর দাখিল করেন। এর পরপরই আসামিরা উচ্চ আদালতে আবেদনের প্রেক্ষিতে ৬ সপ্তাহের জামিন পান। তখন জামিন আদেশ চলাকালীন তাদেরকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

কিন্তু তারা তা করেননি। তারা ১১ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরমধ্যে তারা উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি গোপন রাখেন। ঘটনাটি জানতে পেরে তাদের জামিন বাতিল করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী তাহমিনা আক্তার বলেন, ইতোমধ্যে আসামিরা জামিনে বের হয়ে আমাদের বিভিন্ন ধরণের হুমকি দিয়ে দিয়েছে। ঘটনার সাক্ষীদের মারধর করবে বলে হুমকি দিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews