লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মুকবুল হোসেন, সমাজকর্মী জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ আরও অনেকে।
টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে সদর উপজেলার ২১টি দল অংশ নিবে। আগামী ২৫ জুন বিকেল ৪টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে চররুহিতা ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে শাকচর ইউনিয়ন।