নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল এলাকায় এক ভিক্ষুকের কোলে ছয় মাসের শিশুকে রেখে তার মা পালিয়ে গেছেন।
বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে জেলাশহরের রামগতি রাডে অবস্থিত হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।
বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুস সোবহানের স্ত্রী।
তিনি জানান, হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে আমার কোলে দেয়। একটু আসি বলে ওই নারী ২ ঘণ্টায় ফেরেনি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না।
আশপাশের লোকজন জানান, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছেন বলে উপস্থিত লোকজন ধারণা করেন।
খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। বিষয়টি তিনি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে যান তার মা। আশপাশের কেউ ওই নারীকে চেনেন না।
শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, শিশুটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি।
এদিকে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয় এ ঘটনার খবর পেয়ে শিশুটিকে কোলে নিয়ে আদর করেন এবং তার সমর্পণ দায়িত্ব গ্রহন করন।