মোঃ আরিফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া বাজারের পূর্বে মেইন সড়কের পাশে আব্দুল্যাহ (৫০) নামক একজন মানসিক রোগীর লাশ উদ্বার করেছেন পুলিশ।
আব্দুল্যাহ লক্ষ্মীধর পাড়া গ্রামের উত্তর দিঘীর পাড়ের মরহুম মকরম আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১১ মার্চ) ভোররাতে।
আব্দুল্যাহর মা মরিয়ম বেগম জানান আব্দুল্যা শুক্রবার সন্ধ্যায় পাশবর্তি শাহারপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে গিয়েছিল।
রাত ১টায় বাড়িতে এসে খাবার খেয়ে রাত দুইটা ফের বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে আসেনি।
ভোরবেলা লোক মারফতে জানতে পেরেছি আমার ছেলে মরদেহ ডোবায়।
তিনি আরো জানান, ডোবার পাশে রাস্তার পূর্বে ছেলেকে দস্তাদস্তি করে শ্বাসরুদ্ধে হত্যা করেন দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করতে মাটিতে টেনেহিঁচড়ে ডোবায় ফেলেছিলেন।
আব্দুল্যাহর বোন মমতাজ বেগম, ভাই মেজবাহ উদ্দিন জানান, আব্দুল্যাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ওয়াজ-মাহফিল চলে যান। কেউ কাজের আদেশ দিলে কাজ করতেন পারি-শ্রমিক যাহাই দিতেন তিনি তাহাই নিতেন। তিন ভাইয়ের মধ্য আব্দুল্যাহ দ্বিতীয়।
আব্দু্যাহ ও ছোট ভাই মনির হোসেন বিয়ে করেননি।
মানসিক বিকারগ্রস্থ কারণে তাহাদের বিয়ে হয়নি। আব্দুল্যাহ রাতে বাহিরে মসজিদ,মাদ্রাসা ঘুমাইতেন।
তাহাদের অভিমত আব্দুল্যাহকে শ্বাসরুদ্ধে হত্যা করে ডোবায় ফেলেছিলেন।
রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম জানান আব্দুল্যাহ লাশ উদ্বার করে জেলা মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রির্পোট উপর ভিত্তি করে মামলা করিবেন।