মোঃ আরিফ হোসেন (লক্ষ্মীপুর প্রতিনিধি) :
রায়পুর থানাধীন ০৬ নং কেরোয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ প্রাপ্তির সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়।
লক্ষ্মীপুর রায়পুর উপজেলার উত্তর কেরোয়া মাঝি বাড়িতে আগুনে লেগে ১১টি বসরঘর পুড়ে গেছে। আজ (মঙ্গলবার) ১৪ই ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন রায়পুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ।
মাঝি বাড়ির রুবেল হোসেন শাহিন জানান হঠাৎ করে ঘরে আগুন লেগে যায় । আগুন বাতাসের বেগে বেড়ে যাওয়ায় ছড়িয়ে পড়ে ।এতে প্রায় ১১টি ঘর ভষ্মিভূত হয়ে ৬০ লাখ টাকার ক্ষয় – ক্ষতি হয় বলে জানান।
রায়পুর কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা জানান,আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে অবহিত করি । ক্ষয় -ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে ।প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
রায়পুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন মাষ্টার আঃওহাব বলেন প্রাথমিক ধারনা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।তবে আগুন লাগার খবর জানার পরেই আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে এনেছি ।তবে তার আগেই আগুনে ১১টি ঘর পুঁড়ে যায় ।