মোঃ আরিফ হোসেন (লক্ষ্মীপুর প্রতিনিধি) :
লক্ষ্মীপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মানবতা ব্লাড ডোনেট সংগঠনের ১ম বর্ষপুর্তি উদযাপন ও ২য় বর্ষে পর্দাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় সময় লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদী ইউনিয়ন মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওমর ফারুক মোল্লা, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুমন হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হান্নান সহ মানবতা ব্লাড ডোনেট সংগঠনের সকল সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
২০২২ ইং সালের ১০ ই ফেব্রুয়ারী কয়েকজন যুবক মিলে প্রতিষ্ঠা করে মানবতা ব্লাড ডোনেট সংগঠন। তারা অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দান করার মাধ্যমে মানবতার কাজে নিজেদের লিপ্ত করেছে। প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত এই সংগঠনের আওতায় মোট ২৪০ ব্যাগ রক্ত বিনামূল্যে তারা প্রদান করেছে।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, মানবতা ব্লাড ডোনেট সংগঠনের সদস্যরা মানবতার কাজ করে আসছে। আমি তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। তাদের জন্য শুভকামনা রইল তারা যেনো সামনের দিকে এভাবে সমাজে মানবতার কাজ করতে পারে।