মোঃ আরিফ হোসেন(লক্ষ্মীপুর প্রতিনিধি) :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৮ নং করপাড়া ইউনিয়নে সেচ প্রকল্প বাস্তবায়ন এর দাবিতে কৃষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কোরালিয়া খাল চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন খালের অংশে পানি না থাকায় ধান আবাদ ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। পানির জন্য অনেকে বোরো ধান রোপণ করতে পারছে না আবার যারা রোপণ করেছেন খালে পানি না থাকায় মৌসুমের শুরুতেই তারা দুশ্চিন্তায় পড়েছেন।
৮ নং করপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গৌরিপুর গ্রামের আমতলী বীলে শতাধিক কৃষক গভীর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে ০৪/০২/২০২৩ ইং তারিখে শনিবার সকাল ১০ঘটিকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলার ৮ নং করপাড়া এর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় ৩০দিনের মধ্যে বীজতলা থেকে চারা নিয়ে বোপন করার কথা থাকলেও পানির অভাবে দেড়/দুই মাস অতিক্রম করায় অধিকাংশ বীজতলার মধ্যে নষ্ট হচ্ছে ধানের চারা। কৃষকরা পানির অভাবে জমিতে লাঙ্গল দিতে পারছে না আবার অনেকে বিকল্প উপায়ে পুকুর ও দীঘির পানি দিয়ে ধান বোপন করলেও আবাদি জমিগুলো পানি সংকটে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। বোরো ধান গাছগুলো লালচে রং ধারণ করে প্রায় নষ্ট হতে চলছে। বোরো মৌসমে খালের পানির উপর ভরসা করেই কৃষকরা বোরো আবাদ করে কিন্ত সঠিক সময়ে পানি পেলে উৎপাদন ব্যাহত হবে।
এ ব্যপারে গ্রামের কৃষক কামাল হোসেন ( মিন্টু ) বলেন, আমি এ বছর এনজিও সমিতি থেকে লোন নিয়ে পুকুরের পানি দিয়ে ৮০ শতাংশ জমিতে বোরো ধান রোপণ করি। কিন্তু খালে পানি সরবরাহ না থাকায় সব ধানগাছ প্রায় নষ্ট হয়ে গেছে।
গৌরীপুর কৃষক হারুন বলেন, ধারদেনা করে বোরো ধানের চাষ করেছি, কিন্তু পানির অভাবে ধানগাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন কীভাবে দেনা পরিশোধ করব সে চিন্তায় আছি।
দেলোয়ার হোসেন বলেন ২একর জমিতে চাষ দিয়ে রাখছি পানির অভাবে বোপন করতে না পারায় বীজতলায়ই নষ্ট হচ্ছে বীজ। তাই আমার সকলে একত্রিত হয়ে সরকারের কাছে সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছি ।
৮ নং করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জা বলেন , এই বিষয়ে আমি কিছু জানি না । আমাকে কেউ এই বিষয়ে কিছুই জানায়নি । আপনার মাধ্যমে জানতে পারলাম । আমি ইউএনও-র সাথে কথা বলে দেখি সমস্যা টা সমাধানের চেষ্টা করবো।
এ ব্যাপারে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন , এই বিষয়ে আমি এমপি মহোদয়ের কে রিপোর্ট দিয়েছি তিনি বিষয়টা খুব গুরুত্বসহকারে দেখবেন বলছে।