1. [email protected] : Somoyer Nur : Somoyer Nur
  2. [email protected] : News VOB : News VOB
  3. [email protected] : SomoyerNur : Abdun Nur
নোয়াখালীতে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ | সময নুর ডট কম - সময়ের নুর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র এম এ তাহের মারা গেছেন | সময়ের নুর ডট কম বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে সূর্যমুখী চাষে কৃষকদের মুখে হাসি | সময়ের নুর ডট কম রামগঞ্জে ডোবা থেকে আব্দুল্যাহ নামক মানসিক রোগীর লাশ উদ্বার | সময়ের নুর ডট কম ডায়াবেটিস দূরে রাখার ৫ উপায় | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে স্বামীকে শিকলে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ | সময়ের নুর ডট কম নোয়াখালীর হাতিয়ায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়া মাদ্রাসাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০, আটক ১১ হাতিয়াতে পর্যটন কেন্দ্রে তিন যুবতীকে ধর্ষণ চেষ্টা: সংবাদ প্রকাশের পর আটক-১ | সময়ের নুর ভট কম খাওয়ার পর যেসব ভুল করলে হতে পারে বড় বিপদ ! | সময়ের নুর ডট কম

নোয়াখালীতে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ | সময নুর ডট কম

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে ঠিকাদারের বিরুদ্ধে সিডিউল বহির্ভূত কাজ করার অভিযোগ উঠেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পুরোনো সড়ক সংস্কার কাজে এ অনিয়মের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এর প্রতিবাদে উপজেলার ছয়ানী ইউনিয়নের পুরাতন ছয়ানী এলাকার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।

স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারি না থাকায় এমন অনিয়ম করে যাচ্ছে ঠিকাদার। আর অনিয়মের অভিযোগ করায় এলাকাবাসী উল্টো চাঁদাবাজির মামলার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। আর নিম্নমানের ম্যাকাডম ঢাকতে পানি ঢালছে শ্রমিকরা।

জনৈক বাসিন্দা গণমাধ্যম কর্মীদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে সড়কটি তৈরি করা হয়। প্রায় ২৬ বছর পর এখন মেরামত করা হচ্ছে। কাজ শুরু হওয়ায় আমরা অনেক খুশি। কিন্তু আগের থেকে বর্তমানে রাস্তাটি ছোট হয়ে গেছে এবং মান খুব খারাপ। খালি গাড়ি চলাচল করতে গিয়ে ম্যাকাডম মিশে যাচ্ছে।

স্থানীয় দোকানদার জহিরুল ইসলাম বলেন, গত ১৫ দিন ধরে রাস্তার কাজ চলছে। শুরু থেকেই ব্যাপক অনিয়ম করছেন ঠিকাদার। আমরা চেয়ারম্যান ও সাপ্লায়ারকে বিষয়টি জানিয়েছি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজের মান ভালোর জন্য অনুরোধ করেছি। অথচ সাপ্লায়ার আমাকে চাঁদাবাজ বলেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার পুরাতন ছয়ানী থেকে রামেশ্বপুর পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ মিটার নির্মাণ কাজের দায়িত্ব পান নোমান কনস্ট্রাকশন।

অনিয়মের বিষয়ে জানতে মুঠোফোনে ঠিকাদার আমেনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো অনিয়ম হচ্ছে না। সিডিউলে যেভাবে আছে সেভাবেই কাজ হচ্ছে। এলাকার মানুষ চাচ্ছে তাদের কাছ থেকে যেন মালামাল কিনি। তাদের কাছ থেকে মালামাল না কেনায় এখন আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন।

ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান বলেন, নিম্নমানের মালামাল ব্যবহার করায় এলাকার মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ঠিকাদারকে বুঝাতে চাচ্ছে তিনি যেন ভালো মানের মালামাল দিয়ে কাজ করেন। অথচ ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করছে এবং চাঁদাবাজির অপবাদ দিচ্ছে।  ঠিকাদার যদি চাঁদা চাওয়ার প্রমাণ দিতে পারে তাহলে আমি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. হাফিজুল হক ঢাকা পোস্টকে বলেন, অনিয়মের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঠিকদারকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি সড়কের পাশে ইট ভাঙতে বলেছি। আজ আমি সরেজমিনে যাচ্ছি। ঠিকাদার যদি সংশোধন না করে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews