লক্ষ্মীপুর প্রতিনিধি :
বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০৩০ এর আলোকে লক্ষ্মীপুর জেলায় পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা প্লান ইন্টারন্যাশনাল ও বেসরকারী এনজিও ইপসার যৌথ আয়োজনে সোমবার (৫ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল এফেয়াস অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বাস্তবানাধীন সিওয়াই সিডিপিএর এর আওতায় বাস্তবায়িত কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঁঞা। সেশন পরিচালনা করেন প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক ফারহানা ইদ্রিস।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আহম্মেদ কবির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন আহমেদ খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: জাকের হোছাইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাইন উদ্দিনসহ জেলা বাল্যবিববাহ প্রতিরোধ কমিটির সদস্যরা।
কর্মশালায় জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের জেলার জন্য একটি পরিকল্পনা প্রণয়য়ের প্রয়োজনীয়তা আবশ্যক। আজকের আয়োজনে উপস্থিত জনপ্রতিনিধি ও সরকারী বেসরকারী সদস্যবৃন্দের মতামত ও জাতীয় পরিকল্পনা শীর্যালোচনার প্রেক্ষিতে একটি পরিকল্পনা চূড়ান্ত করতে চাই। সেই সঙ্গে বাল্যবিবাহ নিরোধে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ভূমিকা পালন করতে পারব।