অনলাইন ডেস্ক :
ব্রাজিলের জালের দেখা মিলল অবশেষে বলের। দাপট দেখিয়েও প্রথমার্ধে গোলবঞ্চিত হওয়ার পর দ্বিতীয়ার্ধে অফসাইডে গোল বাতিল হয় সেলেসাওদের। কিন্তু পাঁচ বারের চ্যাম্পিয়নদের হতাশ হতে দেননি ক্যাসেমিরো। ম্যাচের ৮৩ তম মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন তিনি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক পরিবর্তনে আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। গোলও এসেছিল ৬৪ তম মিনিটে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।