বিনোদন ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি চলচ্চিত্রে কামব্যাক করার পরিকল্পনা করেই নিজেকে প্রস্তুত করছেন বলে গুনঞ্জন শোনা যাচ্ছে ।
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের ছেলে আইজান নেহানের বয়স এখন দুই বছর। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে তার দিন কাটে আদর্শ বাঙালি নারীর মতোই ঘরোয়া ভাবনায়।
শাবনূর ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছেন, বড় হয়ে দেশসেরা ক্রিকেটার হবে আইজান।এ বিষয়ে শাবনূর জানান, অভিনেতা, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় ছেলেকে তিনি ক্রিকেটারই বানাতে চান।
তিনি বলেন, ‘সবাই চায় তার সন্তান ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক কিন্তু আমি তেমনটাঞ চাইনা। আমার ইচ্ছা আইজানকে আমি ক্রিকেটার হিসেবে তৈরি করবো।
শাবনূর বলেন, ‘আইজান এখন বেশ বড় হয়েছে।সে খেলতে চায়। ক্রিকেটের প্রতি তার আগ্রহ বাড়াতে আমরা তার খেলার জন্য কয়েকটি ব্যাট ও বল কিনে দিয়েছি। সে ওইসব নিয়েই এখন খেলে।’ তবে শাবনূরের স্বামী অনিক চান ছেলে বড় হয়ে নামকরা ডাক্তার হোক।
তিনি আরো বলেন, ‘আমি আইজানকে ক্রিকেটার বানাতে চাইলেও তার বাবা এটা চায় না।সে চায় আইজান ভালো ডাক্তার হোক। কিন্তু আমি ওকে ক্রিকেটার হিসেবেই দেখতে চাই।’