লক্ষ্মীপুর প্রতিনিধি :
সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি জিয়াউল হক জিয়ার ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামাল হোসেন সাজুর উদ্যোগে কালিকাপুর মোহাম্মদীয়া বাজার ঈদগাঁও কমপ্লেক্স মসজিদে আজ শুক্রবার বাদ জুমা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় ।
জিয়াউল হক জিয়ার স্মৃতি স্বরণ করে ৬ নং লামচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন সাজু বলেন, জিয়াউল হক জিয়ার মৃত্যুতে রামগঞ্জ উপজেলা বিএনপি অভিভাবক শুণ্য হয়ে গেছে। তাকে হারিয়েছি ৭ বছর হয়ে গেছে কিন্তু তার স্মৃতি, উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। আমি তার আত্মার শান্তি কামনা করি, সবাই জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাত বাসী হন।