1. [email protected] : Somoyer Nur : Somoyer Nur
  2. [email protected] : News VOB : News VOB
  3. [email protected] : SomoyerNur : Abdun Nur
নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে নদীতে নামবে জেলেরা | সময়ের নুর ডট কম - সময়ের নুর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র এম এ তাহের মারা গেছেন | সময়ের নুর ডট কম বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে সূর্যমুখী চাষে কৃষকদের মুখে হাসি | সময়ের নুর ডট কম রামগঞ্জে ডোবা থেকে আব্দুল্যাহ নামক মানসিক রোগীর লাশ উদ্বার | সময়ের নুর ডট কম ডায়াবেটিস দূরে রাখার ৫ উপায় | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে স্বামীকে শিকলে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ | সময়ের নুর ডট কম নোয়াখালীর হাতিয়ায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়া মাদ্রাসাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০, আটক ১১ হাতিয়াতে পর্যটন কেন্দ্রে তিন যুবতীকে ধর্ষণ চেষ্টা: সংবাদ প্রকাশের পর আটক-১ | সময়ের নুর ভট কম খাওয়ার পর যেসব ভুল করলে হতে পারে বড় বিপদ ! | সময়ের নুর ডট কম

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে নদীতে নামবে জেলেরা | সময়ের নুর ডট কম

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩১৫ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

মা ইলিশ রক্ষায় সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শুক্রবার। ফের ইলিশ শিকারে নদীতে নামতে তর সইছে না জেলেদের। নিষেধাজ্ঞার এই সময়টায় তারা নৌকা, জাল মেরামতের কাজ সেরে রেখেছেন।

আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে মধ্যরাত থেকে মেঘনা নদীতে নামবে লক্ষ্মীপুরের ৬০ হাজার জেলে। এখন শুধু অপেক্ষা কখন ঘড়ির কাটায় শুক্রবার রাত ১২টায় পৌঁছাবে।

তাছাড়া, প্রজনন মৌসুমের নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষে নদীতে মাছ ধরার সময় হওয়ায় জেলে পরিবারগুলোতে উৎসব বিরাজ করছে। মেঘনা উপকূলীয় এলাকার ঘাটগুলো আবার সরব হয়ে উঠতে শুরু করেছে।

সরজমিনে গিয়ে জেলেদের সাথে আলাপে জানাযায়, মাছ শিকার করা ছাড়া তাদের অন্য কোনো কাজ জানা নেই। ২২ দিন নদীতে যেতে পারেননি তারা। এখন নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তাই দল বেঁধে আবার নদীতে মাছ শিকারে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। সংসারে অভাব-অনটন প্রকট আকার ধারণ করেছে।

তাই রাত থেকেই নদীতে নামতে হবে তাদের। জেলেদের আশা এখন তাদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে। তবে, অভিযোগের যেনো শেষ নেই তাদের।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সরকার ঘোষিত ২২ দিনের অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলা টাস্কফোর্স তৎপর ছিল। কাউকেই ছাড় দেয়া হয়নি। শুক্রবার মধ্যরাত থেকে ইলিশের প্রজনন মৌসুমের নির্ধারিত সময় শেষ হচ্ছে। লক্ষ্মীপুরের জেলেরা ফের নদীতে মাছ ধরতে নামতে পারবেন।


প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় মাছ ধরা বন্ধ ছিল নিষেধাজ্ঞা থাকায় । এ সময় মাছ শিকার, বাজারজাতকরণ, পরিবহন, মজুদ, ও বিক্রি ছিল নিষিদ্ধ। ইতোমধ্যে এ আইন অমান্য করায়    জেলেদের জাল  পুড়িয়ে দেয়াসহ বেশ কয়েকজনকে  জেল-জরিমানা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews