আরিফ হোসেন (নিজস্ব প্রতিনিধ) :
লক্ষ্মীপুর সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিজয়নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পর তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মিয়াজির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশাআল্লাহ প্রপাটিজ এর চেয়ারম্যান ও বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব জহির রায়হান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন, ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক একাডেমির সুপার ভাইজার মাকসুদ আলম, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, ঢাকা নয়াবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাচ্চু, লক্ষ্মীপুর জজ কোর্টের উকিল এডভোকেট অহিদুল ইসলাম ও বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আবদুল গনি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ্। তিনি বলেন, এক ছাত্র পড়ালেখার উন্নয়ন করতে হলে ৩ জনকে সমান ভাবে সমন্বয়ে কাজ করতে হয়। ১/ শিক্ষক ২/ অভিভাবক ৩/ শিক্ষার্থী। যদি এই তিনটির সমন্বয় করে পড়ালেখা করা হয় তাহলে একজন ছাত্রের পড়ালেখার উন্নতি হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়ীতে আপনার সন্তানের পড়ালেখার দিকে খেয়াল রাখবেন। তাদের বাড়ীর কাজের দিকে খেয়াল রাখবেন যাতে করে তারা প্রতিদিন বাড়ীর কাজ দিতে পারে।
প্রধান অতিথি আলহাজ্ব জহির রায়হান বলেন, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে স্মার্ট ফোন দিবেন না। আজকে দেখা যায় আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থী স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইন গেমস এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই কারনে তাদের পড়ালেখার অনেক পিছিয়ে যাচ্ছে। তাই কোনো শিক্ষার্থীকে স্মার্ট ফোন না দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি আলহাজ্ব জহির রায়হান।