বিশেষ প্রতিবেদক :
কিশোরগঞ্জে সদর উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই চাঁন মিয়া (৪০) নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ স্থানীয় সূত্রে জানায়, রাজু মিয়ার ছেলে চাঁন মিয়া ও আঙ্গুর মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বড় ভাই চাঁন মিয়ার বুকে আঘাত করেন আঙ্গুর মিয়া।
পরে,স্থানীয়রা আশংকাজনক অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর পালিয়ে গেছেন আঙ্গুর মিয়া। পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ ।