আরিফ হোসেন (নিজস্ব প্রতিনিধি) :
লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করলেন একই পরিবারের ৪ সদস্য।
১০ই জুন শুক্রবার জুম্মার নামাজের পূর্বে দল্টা পালের বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি শুয়াইব কালেমা পাঠ করিয়ে আব্দুর রহমান (৩৫) নামক নওমুসলিম পরিবারকে ইসলাম ধর্ম গ্রহন করান। জুম্মার নামাজ শেষে দল্টা রহমানীয়া উচ্চবিদ্যালয় শ্রেণী কক্ষে আব্দুর রহমান স্ত্রী মোছা: মরিয়াম বেগম (৩০),ছেলে মো: ইয়াসিন আরাফাত (৫) মোছা: আয়েশা ছিদ্দিকা (১) কে কালেমা পড়ে মুসলমান করা হয়। নওমুসলিম আব্দুর রহমানের বাড়ি উত্তর দল্টা গ্রামের মালী বাড়ি।
বর্তমান তিঁনি দল্টা দিঘীর পাড় খলিফা ভবনে ভাড়া বাসায় বসবাস করছেন।
আব্দুর রহমান জানান হিন্দুধর্ম ত্যাগ করার পূর্বে তার নাম ছিল সহদেব,স্ত্রীর নাম ছিল পিংকি,ছেলের নাম ছিল রুদ্র,মেয়ের নাম ছিল নিথিলা।
তিনি আরও জানান গত দুই বছর আগে তিঁনি ক্যান্সার নামক একটি মরণঘাত রোগে আক্রান্ত ছিলেন। তখনি মুসলিম এক ডাক্তার কাছে চিকিৎসা নিতে যান।
ডাক্তার চিকিৎসা দেন আর তাকে পরের দিন পবিত্র কদর রাতে আল্লাহর দরবারে ক্ষমা,সাহায্য সহ এবাদত করতে উৎসাহ দেন। আব্দুর রহমান তা পালন করে দ্রুত আরোগ্য লাভ করেন।এরপর তিনি ধীরে ধীরে পবিত্র কোরআন শরীফ বাংলা অনুবাদ সহ পড়তেন। ইসলাম ধর্ম গ্রহন করার আগে তিনি এবাদত করতেন। পরেই তিনি তার স্ত্রীকে মুসলমান হওয়ার জন্য অনুরোধ করেন। স্ত্রী তখনি প্রত্যাখান করেন পরেই নবী রাসূলগনের হাদিস,কোরআন অর্থসহ পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি ও নবী রাসূলগনের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অনুপ্রানিত হয়ে কোন প্ররোচনা না হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন।
আব্দুর রহমান আরো বলেন, আল্লাহর নৈকট্য লাভের আশায় আমারা স্বপরিবার হিন্দু ধর্ম ত্যাগের মধ্য দিয়ে মুসলমান ধর্ম গ্রহন করেছি। সকল মুসলমান ভাইদের কাছে আমরা দোয়া চাই।
এ সময়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের মেম্বার মহসিন রাশেদ খলিফা, বিশিষ্ট ব্যবসায়ী একেএম জসিম উদ্দিন, মাষ্টার দিদারুল আলম,জাকির হোসেন ভূঁইয়া, আছাদ পাল,আব্দুল কাদের সহ অনেকে।