মো.আরিফ হোসেন :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ১০টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ৬ ( ছয়) লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় জরিমানার পাশাপাশি ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে ভাটার চুলা বিনষ্ট করে দেন।
রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।