মো. আরিফ হোসেন :
লক্ষ্মীপুরের সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার, (১৪ জানুয়ারী) বিকাল ০৪ টায় বাসু বাজারে অসহায় সুবিধা বঞ্চিত ২০০ ( দুইশ ) মানুষের কম্বল বিতরণ করা হয়েছে।
এই সময়ে উপস্থিত ছিলেন ১ নং উওর হামছাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোল্লা মোঃ ওমর ফারুক, বাসু বাজার জামে মসজিদ এর ক্রেসিয়ার মোঃ মিজানুর রহমান, ১ নং উওর হামছাদী ইউনিয়ন ফোরামের আহ্বায়ক মোঃ মিরাজ হোসেন, সদস্য সচিব মোঃ ফয়সাল হোসেন সহ উক্ত সংগঠনের সকল সদস্য এবং এলাকা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ফোরামের পরিচালক নাজিম ইবনে ওয়াহিদ বলেন এলাকার বিত্তবানরা এগিয়ে আসলে অল্প সংখ্যক অসহায় মানুষের প্রয়োজন পূরণ করা সম্ভব, তাই তিনি সকলকে ইউনিয়ন ফোরামের সাথে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চাইলে সব কিছুই সম্ভব। মানবিক ও সামাজিক কাজ করার মন মানসিকতা সবার থাকে না। ১ নং উওর হামছাদী ইউনিয়ন ফোরামের সকল সদস্য ও শুভাকাক্ষীরা সকলের মঙ্গল কামনা করেন। এবং আগামীতেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন।