মো.আরিফ হোসেন :
লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এ্যানীর লক্ষ্মীপুর বাসভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন প্রমুখ।