আরিফ হোসেন :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা থার্টিফার্স্ট নাইট উৎযাপন করলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান। শুক্রবার রাতে তাঁর বাসভবনে আঙ্গিনায় সদ্য নির্বাচিত জনপ্রতিনিধি,
রাজনৈতিক ব্যক্তিত্ব,সুশীল সমাজও সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি সৈকত মাহমুদ সামছুর সঞ্চালনে প্রধান অতিথি ড. আনোয়ার হোসেন খান সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিঁনি বক্তব্য সকলকে আইনশৃঙ্খলা রক্ষা করে থার্টিফার্স্ট নাইট উৎসব পালন আহবান করেন।
পুরাতন বছরের ব্যথা,বেদনা ভূলে গিয়ে নতুন বছরে সকলে ঐক্যবদ্ধভাবে রামগঞ্জ উপজেলা জনসাধারণের সুখ-স্বাচ্ছন্দ্যে এগিয়ে আসার আহবান করেন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, মেয়র আবুল খায়ের পাটোয়ারী,সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ সামছুল আলম বুলবুল, নাসির হোসেন খান, আমির হোসেন খান, সোহেল পাটোয়ারী, দেলোয়ার হোসেন, জাবেদ হোসেন, ফয়েজ উল্যাহ জিসান, জাহিদ হোসেন মির্জা,মিজানুর রহমান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, দল্টা উচ্চ বিদ্যালয় সভাপতি কামাল হোসেন,কাউন্সিলর ফয়সাল মাল, মেহেদী হাসান শুভ, আবুসুফিয়ান,সাবেক কাউন্সিলর রাজু আহম্মদ, মোঃ শাহজাহানসহ অনেকে।