নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন সাধুরগড় প্রকাশ হাদার ঘর নামক স্থানে অবস্থিত আল আশরাফ ইসলামী একাডেমির হেফজু বিভাগের ছাত্র মাহমুদুল হাসান প্রকাশ মাহমুদ (১২) নিখোঁজ হয়েয়েছেন ।
মাহমুদুল হাসান পার্শ্ববর্তী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউপির চন্দ্রগঞ্জ পূর্ববাজাররে উত্তরে অবস্থিত মামুদপুর গ্রামের বানিয়া বাড়ীর এমদাদ উল্যার ছেলে।
গত সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ মাহমুদ হাসান (মাহমুদ) এর দাদা আবদুজ্জাহের বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। যাহার জিডি নং ১৫৫৬ ।
পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ডিসেম্বর ) সকাল অনুমান ৭ ঘটিকার সময় মাহমুদ তার মাদ্রাসায় যাবে বলে বাড়ী থেকে বের হয়ে যায়। কিন্তু মাদ্রাসায় খোঁজ নিয়ে জানা যায় সে মাদ্রাসায় যায় নাই । এর পর আত্মীয় স্বজনেরে বাড়ী সহ সকল সম্ভাব্য স্থানে খোঁজা খুঁজি করে মাহমুদকে পাওয়া যায়নি ।
সে বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার সময় একটি মোবাইল ফোন নিয়ে যায়। যাহার নাম্বার ০১৮৮৭০৪৪৬৭০ । নিখোঁজের পর ১দিন যাবৎ তার নাম্বারটিতে কল হলেও রিসিভ হয়নি । বর্তমানে নাম্বারটি বন্ধ আছে ।
নিখোঁজ মাহমুদ ফর্সা,লম্বা-০৪ ফুট,স্বাস্থ-হালকা,চেহারা-লম্বাটে,চোখ-স্বাভাবিক,সাথার চুল- ঘন কালো ও ছোট ছোট, মাথায় পাঁচ কল্লি সাদা টুপি, ব্লু রংয়ের পাঞ্জাবী ও চেকের লুঙ্গি পরনে ছিল । সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে ।
নিখোজের বাবা জানান, পারিবারিক কলহের কারনে তার স্ত্রী সাথে দীর্ঘ ৭/৮ বছর পর্যন্ত মামলা চিলিতেছে । মাহমুদকে ছোট বেলা থেকে আমার মা লালন পালন করিতেছে । তার মা কখনও তার খোজও নিতোনা । এখন ছেলে কিছুটা বড় হওয়ার পর আমাদের কিছু শত্রু পক্ষকে দিয়ে আমার ছেলেকে বিভিন্ন ভাবে ভূল বুঝিয়ে তার মন নষ্ট করার চেষ্টা করে আসছে । এবং এর ধারাবাহিকতায় এ নিখোঁজের ঘটনা ঘটতে পারে বলে আমার সন্দেহ।
তিনি আরো বলেন, আমি আমার ছেলেকে এক জন হাফেজ ও বড় আলেম বানানোর স্বপ্ন দেখেছি । আপরারা কেউ আমার ছেলে মাহমুদের সন্ধান পেলে এই নাম্বারে – ০১৭১৮ ৪৬৭১৩৮ জানালে আমি তাকে সাধ্যমত পুরস্কৃত করবো।
নিখোঁজের দাদী হাউ মাউ করে কান্না করে বলেন, “আমার নাতিকে আমি মায়ে আদরে বড় করেছি ! তোমরা আমার নাতিকে এনে দাও না হলে আমিও বাচতে চাইনা” ।
বেগমগঞ্জ মডেল খানার অফিসার ইনচার্জ (ওসি) জানান , আমরা নিখোজ ডায়রীর আলোকে যথাযথ আইনি ব্যবস্থায় চেলেটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি ।