বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গবার (২১ ডিসেম্বর) রাতে ইউনিয়নের করিমপুর গ্রামের বাদশা মিয়া হাজী (বৈরাগী) বাড়ির সৌদি আরব প্রবাসী মো. শাহজাহানের ঘরের এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী জানান, মঙ্গলবার সকালে ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যাই। বুধবার সকালে আমার প্রতিবেশি ঘরের দরজা খোলা দেখে আমাকে ফোন দিয়ে। এসে দেখতে পাই আলমারি খোলা সকল কাপড় চোপড় ও জিনিস পাত্র এলোমেলো। রাতে কখন সংঘবদ্ধ ডাকাত দল দালানের পিছনের গেটের তালা ভেঙ্গে ভিতরে ডুকে আলমারির তালা ভেঙ্গে প্রায় ২ ভরি স্বর্ণ, নগদ ২০হাজার টাকা, ১টি ৪০ইর্ঞ্চি এলইডি টিভি এ মুল্যবান ব্যবহারী সামগ্রী নিয়ে যায়।
সংবাদ পেয়ে বুধবার সকালে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় থানায় মামলা হয়নি।