আরিফ হোসেন :
লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র ২শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ পৌরসভার বালুয়া চৌমুহনী তাজ রাইচমিল মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
তাজ রাইচমিলের পরিচালক পারভেজ হোসেন বাবু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যৌথভাবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ও থানা অফিসার ইনচার্য মোহাম্মদ আনোয়ার হোসেন।
বালুয়া চৌমুহনী হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিপ্লবের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, উপজেলা যুবলীগ নেতা তারেক মাহমুদ বাহারসহ অনেকে।