আরিফ হোসেন :
লক্ষ্মীপুরে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় সদর উপজেলায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ-ই ২৬ জন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী কে দলীয় পদ ও প্রাথমিক সদস্য হইতে বহিষ্কার এবং যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে গোপনে ও প্রকাশ্যে ভোট করছেন, বা- মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩ দিনের মধ্যে বহিষ্কার করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সদর উপজেলায় ১নং ইউনিয়নের ২জন,
৮নং ইউনিয়নের ১জন, ৯নং ইউনিয়নের ৪জন, ১০নং ইউনিয়নের ১জন, ১১নং ইউনিয়নের ১জন, ১২নং ইউনিয়নের ১জন, ১৩নং ইউনিয়নের ৩জন, ১৪নং ইউনিয়নের ১জন, ১৭নং ইউনিয়নের ৫জন, ১৮নং ইউনিয়নের ৬জন, ২১নং ইউনিয়নের ১জন,
মোট ১১ ইউনিয়নে ২৬ জনকে বহিষ্কৃার হলেন।