আরিফ হোসেন :
লক্ষীপুরের রামগঞ্জে ৪নং ইছাপুর ইউনিয়নে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়নপুর কেন্দ্রে সংঘর্ষে আহত যুবলীগ নেতা মাসুদ আলম গতরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন।
মহান আল্লাহ মরহুমের ভূলত্রুটি ক্ষমা করে কবুল করে নিক, আমিন।
এর আগে একই সংঘর্ষে ছাত্রলীগ নেতা সজীব নিহত হলে আহত অবস্থায় মাসুদকে পুলিশ গ্রেপ্তার করেন।
স্থানীয় এলাকাবাসীরা জানায় তারা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সজীব ও মাসুদের সাথে আগে থেকেই বিরোধ ছিলো। নির্বাচনের দিন সুযোগ পেয়ে তাই একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। অবশেষে দুটি জীবন শেষ হয়ে গেলো আর দুটি পরিবার নিঃস্ব হয়ে গেলো। মাসুদের তিনটি শিশু সন্তান রয়েছে।।