আরিফ হোসেন :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাস্থ ভাটরা ইউনিয়নের হিরাপুর এলকায় সন্ত্রাসী মোহাম্মদ হাফিজের ছুরি আঘাতে শ্রম কর্মসংস্থান মন্ত্রনালয়ের ফর্মাসিষ্ট খোরশেদ আলম(৩৪) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করে। এসময় এলাকাবাসি সন্ত্রাসী মোহাম্মদ হাফিজেকে আটক করে রামগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। সৃষ্ট ঘটনায় আহত খোরশেদ আলমের ভাই সরিফুল ইসলাম মঙ্গলবার বিকালে বাদি হয়ে মোঃ হাফিজ,নজরুল ইসলাম মুসা, আমির হোসেন, নেয়ামত উল্যাসহ কয়েক জনকে আসামী করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার এজহার ও স্থানীয় সূত্র জানাযায়, হিরাপুর এলকার মোঃ নজরুল হোসেন ও মুন্নাগংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এঘটনার জেরধরে সোমবার সন্ধায় নজরুল ইসলামের পক্ষে ভাড়াটিয়া একটি গ্রুপ দুধরাজপুর অলী মর্কেটে জড় হয়, এসময় মুন্নার আত্বীয় খেরশেদ আলমকে সেখানে একাপেয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় সে মারাত্বক আহত হয়।
রামগঞ্জ থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম জানান, হাফিজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে আমরা ঘটনাস্থল থেকে আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করি।