বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান বিজয়কে (আনারস মার্কা) নগদ টাকাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার ( ১১ নভেম্বর) ভোট চলাকালে দুপুরের দিকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতিসর্ব বিদ্যা। এ সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম জানান, ভোট চলাকালে ১৩ নম্বর রসুলপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান বিজয়কে নগদ ষাট হাজার টাকাসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতিসর্ব বিদ্যা ও বিজিবি আটক করে। পরবর্তীতে এ ঘটনায় আইন গত প্রদক্ষেপ নেওয়া হবে।