আরিফ হোসেন :
রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে ৫০৯ জন ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য (মেম্বার) পদে ১০১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী। বিএনপি ছাড়া প্রতিটি ইউনিয়নেই রয়েছে দলের একাধীক প্রার্থী। এছাড়া লামচর ও দরবেশপুর ইউনিয়নে লাঙ্গল এবং করপাড়া ইউনিয়ন ব্যাতিত বাকী ৯টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছেন।