আরিফ হোসেন :
লক্ষ্মীপুর জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ হলরুমে স্বেচ্ছায় রক্তদান, রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয।
লক্ষ্মীপুর জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সুস্থ্য মানুষ নিয়মিত রক্তদান করতে পারেন। ১৮-৪৫ বছর পর্যন্ত একজন সুস্থ্য মানুষ নিয়মিত রক্ত প্রদান করতে পারে। রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। রক্তদাতার ক্যান্সারের ঝুঁকি থাকে না রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। তিন মাস পর পর পুনরায় রক্ত দেয়া যায়। রক্ত দিলে শারীরিক কোনো সমস্যা। হয়না। স্বেচ্ছাসেবী পরিবারের আহ্বায়ক রাজু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন আকন্দ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,নারীনেত্রী ফরিদা ইয়াসমিন লিকা,ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হাবিবুর রহমান সবুজ। দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সুলতানা মাসুমা বানু, নিক্কন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও প্রভাষক রাফি নাহিদ।
এ সময় তকিউদ্দিন আকরামের সার্বিক সহযোগিতায় জেলার ৮০ টি স্বেচ্ছাসেবী সংগঠন এই স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্ত দান করেন সংগঠনের সদস্যরা।