আরিফ হোসেন :
চাঙ্গীরগাঁও গ্রামের মােঃ মানিক মিয়ার ছেলে রিয়াদ হোসেন কে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করেছেন রামগন্জ থানা পুলিশ। এবং তার বিরুদ্ধে মোবাইল চুরি ও সোনার অলংকার চুরির অভিযোগ রয়েছে। নির্যাতনকারীর উচিত বিচার চান ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী । ভূক্তভোগী ও প্রত্যক্ষদর্শী এবং আমাদের প্রতিনিধি সহ নির্যাতিত নারীর সাথে রামগঞ্জ সরকারি হাসপাতালে কথা বলে জানা যায়, রিয়াদ ও তার বাবা গত ২৯ অক্টোবর অতর্কিত হামলা করে হত্যার চেষ্টা করে এবং অমানবিক ভাবে পেটানো হয় তাকে।
তার সমগ্র শরীরে আগাতের চিহ্ন দেখা যায়। তার শিশু পুত্র মোন্তাসির ( আট বছর) এ সময় কাছে গেলে তাকে ও মেরেছে বলে তথ্য পাওয়া যায়। ভূক্তভোগী / নির্যাতনের স্বীকার নারী জান্নাতুল ফেরদৌসী(৩৬) রামগন্জ সরকারি হাসপাতালে এখন ও চিকিৎসাধীন আছেন।
ভূক্তভোগী ও এলাকাবাসী সহ সচেতন মহোল-দ্রূত অপরাধি কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করায় রামগন্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন কে ধন্যবাদ জানান। এবং অন্য আসামীদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান।।