নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ধানাধীন ৯ নং উত্তর জয়পুর ইউপি’র কংশনারণ কৃষক সমবায়সমিতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন পদক বিতরন- ২০২১’ অনুষ্ঠান থেকে পদক গ্রহন করেছেন।
দীর্ঘ তিন যুগ থেকে ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে অনাবাধী ও কম ফলনশীল গ্রামীন কৃষি জমিকে, অনেকগুলো গভীর নলকুফ সচল করে সেচ প্রকল্পের আওতায় আনে এ সমিতিটি । যার ফলে জমিগুলো উচ্চ ফলনশীল ধানচাষের উপযোগী হওয়ায় খাদ্যের মত মৌলিক চাহিদার পূরনে সফল ভূমিকা রাখায় এ পদক অর্জন করতে সক্ষম হয়েছে ।
রোববার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম হাত থেকে সমিতির পক্ষে পুরস্কার (পদক) গ্রহন করেন সমিতির বার বার নির্বাচিত বর্তমান সভাপতি শামছুল ইসলাম, সাধারন সম্পাদ শাহরিয়ার জুয়েল ও সহসভাপতি রফিকুল ইসলাম রাজু ।
পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভ্রট্রাচার্য।
স্বাগত বক্তব্য রাখেন-বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু ।
উল্লেখ্য, ইতোপূর্বেও সমিতিটি তাদের এ জনসেবামূলক কাজের জন্য স্বর্ণ পদকসহ স্বীকৃতি মূলক পুরস্কার পেয়েছেন।