1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
ঋণ-আমানতের সুদহারে সীমা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের বশিকপুরে স্ত্রী-সন্তানদের আটকে রেখে ঘরে আগুন, প্রাণ গেলো দুজনের | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে বিচারকের নির্দেশে কাঠগড়ায় আসামিকে থাপ্পড়! | সময়ের নুর ডট কম নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১ | সময়ের নুর ডট কম পূর্ব বিরোধের জেরে ‘লোক ভাড়া করে’ প্রতিবেশীর ঘরে ডাকাতি পুরোনো শীতের কাপড় ও লেপ-কম্বল ব্যবহারের আগে যা করবেন | সময়ের নুর ডট কম সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুর সদর-৩ আসনে আ.লীগের এমপি প্রার্থীর মতবিনিময় | সময়ের নুর ডট কম ষষ্ঠ-সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পেছালো | সময়ের নুর ডট কম রাজধানীতে ১০ দিনে গ্রেফতার ১৮৮৪ | সময়ের নুর ডট কম

মসজিদের জমি দখলের অভিযোগে লক্ষ্মীপুরে মুসুল্লিদের মানববন্ধন ! | সম‌য়ের নুর ডট কম

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৩০ বার পঠিত হয়েছে

আরিফ হোসেন :

মসজি‌দের জ‌মি দখল করার অভিযোগে লক্ষ্মীপুর প্রেসক্লা‌ব এর সন্মূ‌খে মানববন্ধন করেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর (এনায়েতপুর) জামে মসজিদের মুতাওয়াল্লি কমিটি ও এলাকা বাসি।

আজ বৃহস্পতিবার (২১ অ‌ক্টোবর) সকাল ১১ ঘটিকায় সময় আরম্ভ হওয়া এ মানববন্ধনে বক্তব্য রাখেন মুতাওয়াল্লী পরিবারের সদস্য ও মস‌জিদ সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসানাত।

তিনি বলেন,আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মসজিদের জমি জবর-দখল, আদালতের রুল উপেক্ষা করে মসজিদের ওয়াকফ জমিতে জোর-জবরদস্তিমূলক ভবন নির্মাণ,বেআইনি কতৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করে ওয়াকফ মুতাওয়াল্লী ও তার গঠিত কমিটি বিলুপ্ত ঘোষনা,

মুতওয়াল্লী কতৃক নিয়োগকৃত খতিব, ইমাম ও মুয়াজ্জিন কে অন্যায় ভাবে বাদ দেওয়া এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বৃনষ্ট করনের প্রতিবাদে মানববন্ধনের মাধায‌মে প্রতিবাদ জানাতে।

তিনি আরো বলেন,আমাদের অত্র মসজিদ খানা ১৯৩৬ইং সনের ২৭৮৬ নং ওয়াকফ মূলে সম্পূর্ণ মুতওয়াল্লী পরিচালিত একটি ওয়াকফ প্রতিষ্ঠান। দাতা ও প্রতিষ্ঠাতা অত্র ও প্রতিষ্ঠাতা অত্র মসজিদ পরিচালনার জন্য তার উত্তরসূরী- গনকে উক্ত দলিলের মাধ্যমে ২৫ডিং জমি ওয়াকফ লিল্লাহ করে মুতাওয়াল্লী নির্ধারন করে দেন। আরো ৮৬ডিং জমি প্রদান পূর্বক এই জমি থেকে ফসল ফলিয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের সম্মানী, মসজিদের তেল, চাটাই ইত্যাদি অর্থাৎ রক্ষনা-বেক্ষনের দায়িত্ব প্রদান করেন।

মুতওয়াল্লী আবদুল কাদের আরো জানান, বিগত আরএস জরিপের সময় স্থানীয় একটি চক্র উক্ত ওয়াকফ দলিল গোফন করে সিএস এবং এসএ এবং এসএ উভয় জরিপে মসজিদের নামে রেকর্ডভুক্ত ২৫ডিং জমি থেকে ১৪ ডিং জমি পার্শ্ববর্তী মাদরাসার নামে রেকর্ডভুক্ত করে নেয়।গতবছর মাদরাসা কমিটি মসজিদের ইদগাহ মাঠ জবর দখল করে মসজিদের পূর্ব পাশে মসজিদকে রাস্তা থেকে সম্পূর্ণ আলাদা করে মাদরাসার একটি ভবন করতে উঠে পড়ে লাগে।এতে আমরা মুতওয়াল্লী পরিবার বাধা প্রদান করি এবং রেকর্ড সংশোধনের জন্য এলএসটি কোর্টে পিটিশন দায়ের করি।তারপর ও ঐ চক্রটি উক্ত ভবন নির্মাণের চেষ্টা করে।এতে আমরা সিনিয়র সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন দায়ের করি।আদালত বিবাদী পক্ষ কে “কোন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না” এ মর্মে রূল জারি করে।এরপর রূল নিষ্পত্তির শুনানিকালে সেই অসাধু চক্রটি বিশেষ ক্ষমতাবান লোকদের সহযোগিতায় অন্যায়ভাবে মসজিদে দাঁড়িয়ে একটি কাউন্টার কমিটি ঘোষণা করে এবং তারা নিজেদেরকে কমিটি দাবি করে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট মামলা পরিচালনা করবেনা এমর্মে আদালতে একটি আবেদন দাখিল করে।

সব‌শে‌ষে তি‌নি ব‌লেন, উক্ত জবর-দখলের বিরুদ্ধে আমরা সকল কতৃপক্ষেরই দারস্থ হয়েছি। অথচ এর কোনো প্রতিকার পাইনি। বরং উল্টা হুমকি ধামকির মুখোমুখি হয়েছি। তাই আজকে আমরা এখানে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা এর আইনি প্রতিকার চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews