আনোয়ার হোসেন (সেনবাগ প্রতিনিধ) :
নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্ম দিনের অনুষ্ঠানে ফাঁদে ফেলে মেয়ের সামনে মাকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চট্রগ্রামের সমুদ্র সৈকত পতেঙ্গা সিবিচ থেকে সেনবাগ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো.আইমুন ভূঞা (২৬) উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীর পাড় ভুইঞা বাড়ীর মো. মোস্তফার ছেলে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফাহাদকে প্রধান আসামিকে ৩ জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ। ওই মামলার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত ২০ আগস্ট রাত ৯টার দিকে তিনি ভুক্তভোগী গৃহবধূ জন্মদিনের অনুষ্ঠানে বান্ধবীর বাড়িতে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের নেতৃত্বে ৫/৭ জন লোক ওই বাড়িতে আসেন। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সাথে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে তাদের মা মেয়েকে ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করে। রুমের দরজা বন্ধ করে সন্ত্রাসী ফরহাদ জোরপূর্বক তার মেয়ের সামনেই ঐ গৃহবধুকে ধর্ষণ করে। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাহিরে পাহারা দেয় বলে জানা যায়। পরে গত ২৩ আগস্ট দুপুরে এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ নারীও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।