নাজমুস সাকিব :
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চৌপল্লী গ্রামের স্থানীয় ছাত্র ও যুবকদের সংগঠন উত্তর জয়পুর অক্সিজেন ব্যাংক।
শুক্রবার (১৩ আগস্ট) চৌপল্লী স্কুল মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উত্তর জয়পুর অক্সিজেন ব্যাংকের সভাপতি এডভোকেট রহমত উল্যা বিপ্লব এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে, ‘সেবা পাওয়া রোগীর অধিকার, সেবা দেওয়া আমাদের দায়িত্ব’ এই স্লোগানকে সামনে রেখে পথচলার অঙ্গিকার ব্যক্ত করেন স্বেচ্ছাসেবকরা। তাঁরা করোনা আক্রান্ত ও সাধারণ শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করবে। সংগঠনটি একযোগে ছয়জনকে অক্সিজেন সেবা, চারজনকে নেবুলাইজার সেবা দিতে সক্ষম।
উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও অক্সিজেন ব্যাংকের সাধারণ সম্পাদক ফিরোজ মাহামুদ বাকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের সাবেক উপ-পরিচালক খালেদ সাইফুল্যা, চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরীক্ষীৎ চন্দ্র দেব নাথ এবং বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।