রাকিব হোসেন মিলন :
লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৯ আগষ্ট) জাতীয় কর্মসূচির অংশ হিসেবে অনুবৃত্তিক্রমে রামগতি উপজেলায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলার চেয়ারম্যান শরীফ আজাদ সোহেল।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার,রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, সরকার নির্ধারিত কর্মসূচি হিসেবে আমরা অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করেছি। বঙ্গমাতার স্মরনে আলোচনা সভার আয়োজন করেছি। বঙ্গমতা আত্নত্যাগ নিয়ে আলোচনা হয়েছে। এ থেকে শিক্ষা নিয়ে তরুন প্রজন্মকে দেশের জন্য আত্নত্যাগের মানসিকতা সৃষ্টির আহবানও জানান তিনি ।