ময়মনসিংহ প্রতিনিধি :
গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে। এদের মধ্যে সাতজন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার- আব্দুল কুদ্দুস (৮০), ফেরদৌস আলম (৩৫), জরিনা বেগম (৩৫), মুক্তাগাছার শাহ আলম (৪৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০) ও নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) ।
অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- রোজিনা খাতুন (৬৫), মিতু আক্তার (১৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), নেত্রকোনা কেন্দুয়ার নার্গিস (৫০) ও হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০)।
ডা. মহিউদ্দিন আরও বলেন, আইসিইউতে ২১ জনসহ ৪১১ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৫৫ টি নমুনা পরীক্ষা করে ১৮৮ করোনা শনাক্ত হয়েছেন।