নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস বাবুল শুক্রবার (৬ আগষ্ট) ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর৷
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আজাদ পেট্রোল পাম্প-সংলগ্ন স্থানে আজ বাদ মাগরিব কফিল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসাইন-এর ইমামতিতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷
এর আগে সকালে ঢাকা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷
জিএস বাবুলের নামাজে জানাজায় জেলা-উপজেলাসহ বিভিন্ন ইউনিটের শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন৷
পরে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে নুরুল হক দফাদার বাড়ির পারিবারিক কবরস্থানে জিএস বাবুলের লাশ দাফন করা হয়।