সময়ের নুর ডট কম :
নৌকায় ২১ জন যাত্রী ছিল। বৃষ্টি শুরু হলে নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নৌকায় করে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছেন। বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলার চর পাঁকা গ্রামের পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৬ জন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, “নৌকাটিতে ২১ জন বরযাত্রী ছিল। বৃষ্টি শুরু হলে নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছানোর পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ১৬ জন মারা যান। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন স্থানীয়রা।”
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। দাফনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।”