নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ধানাধীন দত্তপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরে আটকিয়ে রেখে মোকাদ্দেস (১১) নামে এক শিশুকে বেধড়ক মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে।
শনিবার(১৭ জুলাই) বিকেল ৫ ঘটিকার সময় পাশ্ববর্তি বাড়ির সামনে সহপাঠিদের নিয়ে খেলতে গেলে আয়শা দয়াল নামের এক গৃহবধু এই ঘটনাটি ঘটায়।
খোঁজ নিয়ে জানা যায়, ৮ নং দত্তপাড়া ইউনিয়নের দর্জিপাড়া খাঁন বাড়ীর সিএনজি চালক পেয়ার হোসেনের স্ত্রী আয়শা দয়াল নামের এই গৃহবধু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তা থেকে টেনে হিচড়ে নিয়ে ঘরে দরজা আটকিয়ে ১১বছরের শিশু মোকাদ্দেসকে বেধড়ক মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা করে।
শিশুটির চিৎকার শুনে রাস্তায় থাকা অন্য শিশুরা মোকাদ্দেস বিল্লাহর বাড়ীতে খবর দেয়। খবর শুনে শিশুটির বাবা ফিরোজ আলম এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে।এরপর স্থানীয় মেম্বারসহ উপস্থিত লোকদের দেখায়। এ সময় শিশুটির শরীরে হাত, মাথা, ঘাড় ও আঘাতের চিহ্ন দেখা যায়। গলায় নখের দাগ দেখা যায়। পরে শিশুটিকে সদর হাসপাতাল লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
আহত শিশুর স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, ১৭ ই জুলাই শনিবার দত্তপাড়া বাজারে কোরবানী উপলক্ষে অনেক গরু উঠে। এ সময় আরমান (১০) অপিল(০৯) রাইম (৮) হৃদয় সহ আরো কয়েজন শিশু দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা ধুলা করছিল। এসময় মোকাদ্দেস হৃদয়ের গরু সাজে। তারপর কোরবানীর গরু দেখতে তারা বাজারে যাওয়ার পথে হৃদয়ের বোন ফাতেমা (১৭) মোকাদ্দেসকে জোর করে রাস্তা থেকে টেনে হিচড়ে নিয়ে আসে এ সময় হৃদয়ের মা আয়শা দয়াল মোকাদ্দেসকে গলা টিপে ধরে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারতে থাকে। এক পর্যায়ে শ্বাসনালী চেপে ধরে কন্ঠরোধ করে হত্যার চেষ্টা করারও অভিযোগ উঠে ।
এ সময় উপস্থিত অন্য শিশুরা মোকাদ্দেসের বাড়ীতে খবর দেয়। খবর পেলে তারা ছুটে আসে এবং মোকাদ্দেসের বাবা স্থানীয় লোকজনের সহযোগিতায় মোকাদ্দেসকে উদ্দার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সুত্রে জানা জানা যায়, মোকাদ্দেসের বাম হাত, কন্ঠনালী, ঘাড়ে ও মাথায় গুরুতর গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এক্সরে রিপোর্ট বাম হাতের বাহুর একটিহাড়ে ভাংগার চিহ্ন পায়। বর্তমানে মোকাদ্দেস চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে জান্তে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।