নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের সম্মানিত খতিব মীরগঞ্জের মুন্সী বাড়ীর মাওলানা হাফেজ আবু তাহের সাহেব(৬০) বুধবার (৭জুলাই) রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন- ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষীপুর জেলা সভাপতি প্রফেসর মনিরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যক্ষ এম আবদুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লা নাসিম সহ নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ উনার জীবনের ভুলত্রুটি সমূহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, আল্লাহ তা’য়ালা যেন তাদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করেন, সেজন্য আল্লাহর নিকট দোয়া করেন।
মরহুমের ১ম নামাযে জানাযা দুপুর ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে হয়। জানাযা ইমামতি করেন লক্ষীপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন আহমেদ। জানাযা আরোও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ সহ কারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ।মাওলানা এম, আব্দুল্লাহ, মাওলানা হারুন আল মাদানী, মাওলানা ইসমাইল, অধ্যক্ষ আহমদুল্লাহ নাসিম,মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা জোবায়ের প্রমূখ।
এছাড়াও বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলেন নেতৃবৃন্দ সহ কয়েক সহস্রাধিক সাধারন মানুষ তাঁর জানাযায় অংশ গ্রগন করেন।
মরহুমের ২য় নামাযে জানাযা দুপুর ২ টায় নিজ গ্রামের মীরগঞ্জের মুন্সী বাড়ীতে অনুষ্ঠিত হবে।