1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
রায়পুর-পানপাড়া সড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই | সময়ের নুর ডট কম রামগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা | সময়ের নুর ডট কম বেগমগঞ্জ গুলি, ওয়ান শুটারগানসহ গ্রেফতার-৩ | সময়ের নুর ডট কম রামগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু, তিনজন গ্রেপ্তার করে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে রিকশাচালককে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে দুলাভাইকে বাঁচাতে গিয়ে শ্যালকও মারা গেলেন | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে পুলিশের পৃথক দু’টি মামলায় বি এন পির ৯ নেতাকর্মী কারাগারে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর বাজারে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ | সময়ের নুর ডট কম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশে দুর্নীতি কমে যাবে: দুদক ডিজি | সময়ের নুর ডট কম

খুলনায় শয্যা খালি, তবু ভর্তি হতে পারছেন না রোগীরা | সম‌য়ের নুর ডট কম

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৮৬ বার পঠিত হয়েছে

সম‌য়ের নুর ডেস্ক:

খুলনার চার সরকারি-বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের সেবায় শয্যা রয়েছে ৪৩৫টি। এর মধ্যে ৩৯৬ টিতে রোগী ভর্তি রয়েছেন। জেলায় করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও চার হাসপাতালে ৩৯টি তথা ৯ শতাংশ শয্যা খালি আছে।

এরপরও রোগীরা হাসপাতালে ভর্তি হতে না পেরে শয্যার জন্য হাহাকার করছেন। রোগীর স্বজনদের অভিযোগ, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরেও রোগী ভর্তি করতে পারছেন না তারা। নানা অজুহাতে তাদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বর্তমানে যে পরিমাণ রোগী ভর্তি হতে আসছেন, শয্যা দ্বিগুণ বাড়ালেও সামাল দেওয়া সম্ভব না।

জানা যায়, চার হাসপাতালের ৪৩৫টি শয্যার মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে রয়েছে ২০০টি, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫টি, খুলনা জেনারেল হাসপাতালে ৭০টি ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২০টি শয্যা।

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। পুরুষ সাত ও নারী আট জন। ছাড়পত্র নিয়েছেন ১৮ জন। মারা গেছেন দুই জন। বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ৬৫ জন। পুরুষ ৩৩ ও নারী ৩২ জন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এখানে ১১৫ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ ও ছাড়পত্র নিয়েছেন ২২ জন। আইসিইউতে আট ও এইচডিইউতে ১০ জন রয়েছেন। আজ মারা গেছেন ছয় জন করোনা রোগী।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, চালু পর ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত এখানে ২৪ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন। আইসিইউতে রয়েছেন ছয় জন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, রবিবার (০৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এখানে ১৯৭ জন ভর্তি আছেন। এর মধ্যে রেড জোনে ১০২, ইয়োলোতে ৫৫, আইসিইউতে ২০ ও এইচডিইউতে ২০ জন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও ছাড়পত্র নিয়েছেন ৫৫ জন। রবিবার মারা গেছেন সাত জন।

কর্তৃপক্ষ বলছে, যে পরিমাণ রোগী এই মুহূর্তে ভর্তির জন্য আসছেন, এতে বেড দ্বিগুণ করা হলেও সামাল দেওয়া কঠিন। গত বছর এই সময়ে দৈনিক ১০-১৫ জন আক্রান্ত রোগী এলেও এবার সেই সংখ্যাটা ৫০-৭০ জনে পৌঁছেছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আবু নাসের হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে। তাছাড়া পরিস্থিতি বুঝে প্রয়োজনে আমরা শয্যা বাড়াবো।

খুলনা বিভাগের হাসপাতালগুলোতে করোনা শয্যার মধ্যে খুলনার ৪৩৫ শয্যায় ৩৯৬, বাগেরহাটের ২০ শয্যায় ২৭, চুয়াডাঙ্গার ১৫০ শয্যায় ৭৫, যশোরের ১১১ শয্যায় ১২১, ঝিনাইদহের ৫০ শয্যায় ৬১, কুষ্টিয়ার ৭০ শয্যায় ২৫৯, মাগুরার ৫০ শয্যায় ৪১, মেহেরপুরের ৫২ শয্যায় ৬১, নড়াইলের ১২০ শয্যায় ৩৬ এবং সাতক্ষীরার ১৮৪ শয্যায় ২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৩০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews