সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরায় করোনায় আক্রান্ত অসুস্থ বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার পথে প্রায় দুই ঘণ্টা ছেলেকে আটকে রাখে পুলিশ, ফলে মৃত্যু হয় ওই বাবার। এমন অমানবিকতায় আচরনে ঐ বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত এএসআই সুভাষ শিকদারকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুক্রবার (৯ জুলাই)তাকে বরখাস্তের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
এছাড়াও অমানবিক এই ঘটনা তদন্তে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম ও ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ ।
তদন্ত কমিটি ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। শুক্রবার বিকালে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইকবাল হোসেন তার কার্যালয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও একজন সংবাদকর্মীর সাক্ষ্য গ্রহণ করেন।
উল্লেখ্য, কোভিড উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা মো. রজব আলী মোড়ল (৬৫) বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় সিলিন্ডারের সাহায্যে তাকে বাড়িতেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। শহরের পলাশপোল এলাকার ব্যবসায়ী ও জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা তার জন্য অক্সিজেন সিলিন্ডার দেন। তার ছেলে ঐ সিলিন্ডার নিয়ে বাড়ীতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে ।