নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ‘আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশ’ এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ হয়েছে।
রবিবার (২৭ জুন) সকালে লক্ষ্মীপুর জেলার দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড়ে বিভিন্ন ফলের চারা গাছ ও বিভিন্ন কাঠের চারা গাছ রোপণ ও বিতরণের মাধ্যমে প্রতিবছরের ন্যায় এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা মার্কেটিং অফিসার জনাব মনির হোসেন,আদর্শ মানব কল্যাণ সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম সাদ্দাম।
সংগঠনের সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের এই কার্যক্রম মাসব্যাপী প্রতিটি উপজেলা ও থানায় চলমান থাকবে। এবং আমরা প্রায় ২০০০ গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন শরীফ নিরব, জেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম,সহ সভাপতি মাহমুদুল ইসলাম তপু, অর্থ সম্পাদক তাসফিয়া প্রিয়ন্তী, ব্লাডব্যাংক আহবায়ক হোসাইন মোঃ মাসুদ, যুগ্ন আহবায়ক মাধুরিমা,যুগ্ন আহ্বায়ক হৃদয়।রায়পুর উপজেলা সহ-সভাপতি তারেক মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সালমান ফারসী, সদস্য আসমা আক্তার।কমল নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।সদর কমিটির সদস্য- মাহমুদুর রহমান ও নাঈমুর রহমান। চন্দ্রগঞ্জে কমিটির সদস্য জিহাদুল ইসলাম প্রমূখ ।