রাকিব হোসেন মিলন :
গত ১ লা জুন একনেক সভায় পাশ হয় রামগতি ও কমলনগর উপজেলা টেকসই বেড়িবাঁধ তীরের ৩১০০ কোটি টাকার বাজেট।সাথে সাথে ঈদের আনন্দের ন্যায় আমেজ ছড়িয়ে পড়ে পুরো বৃহত্তর রামগতি জুড়ে।
স্থানীয় সাংসদ মেজর অবঃ আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা জাহের সাজু,আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও এ বিল পাশের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজন করা হয় নানামুখী বর্নাঢ্য কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ( ৫ জুন) আলেকজান্ডার বাজার এলাকায় রামগতি উপজেলা যুবলীগের পক্ষ থেকে স্থানীয় সাংসদ মেজর অবঃ আব্দুল মান্নান কে বরন করে নেওয়ার জন্য এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন প্রকাশ ভিপি হেলালের সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৪ এর সংসদ সদস্য ও রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা ভাঙ্গন রোধ তীর বাঁধের মূল নায়ক মেজর অবঃ আব্দুল মান্নান এমপি
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহ মোঃ রাকিব,সোয়াইব খন্দকার, তৌহিদুল ইসলাম সুমন প্রমুখ।
মুঠোফোনে রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন প্রকাশ ভিপি হেলাল বলেন, আমরা কৃতজ্ঞতা স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মেজর অবঃ আব্দুল মান্নান কে বরন করে নিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নাই।এখন আমাদের একটাই দাবি এই প্রকল্পের কাজটি যেনো বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করানো হয়।