চুয়াডাঙ্গা সংবাদদাত :
গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায় । জেলায় একদিনে এটাই সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় একজন ও ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (২৫ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম এসব তথ্য জানান।
ডা. ফাতেহ আকরাম জানান, বৃহস্পতিবার (২৪ জুন) রাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও কুষ্টিয়া আরটিপিসিআর ল্যাব থেকে ২৩২টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়।
এই হিসাবে একদিনে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ। আর এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৫৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬১, দামুড়হুদায় ১২, আলমডাঙ্গায় ১৪ এবং জীবননগরে ২৯ জন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দরবেশ আলী (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামে। তিনি ১৪ জুন করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি হন।
গতকাল তার করোনা শনাক্ত হলে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় ৯২ জনের মৃত্যু হলো। এর মধ্যে জেলায় ৮২ জন এবং জেলার বাইরে ১০ জন রয়েছেন।
এছাড়াও বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বুধবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলাকে কঠোর লকডা উনের আওতায় আনা হয়েছে।
এর আগে ২০ জুন সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। তার আগে ১৫ জুন লকডাউন করা হয় সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।